মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় মৃৎশিল্পীরা। একই সঙ্গে পূজা আয়োজকরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী পূজারীরা মণ্ডপ সাজানো ও নানা আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২০০টি পূজামণ্ডপ এবং ব্যক্তিগতভাবে ১৫টি মণ্ডপসহ মোট ২১৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
প্রবীণ মৃৎশিল্পী অক্ষয় কৃষ্ণ দাস আকাশ জানান, প্রায় দুই যুগ ধরে তিনি এলাকায় প্রতিমা তৈরি করে আসছেন। এ বছরও তিনি ছোট-বড় মিলিয়ে ২০টি প্রতিমা তৈরি করছেন, যার মধ্যে রয়েছে ৭ ফুট উচ্চতার প্রতিমা। তবে অন্যান্য বছরের তুলনায় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে প্রতিমার দাম কিছুটা বেশি হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে উপজেলার কাদিপুর শিব বাড়ির কর্ণধার আচার্য পুলক সোম বলেন, “আমাদের মণ্ডপে এ বছরও সহস্রভুজা (সহস্র হাতের) প্রতিমা থাকবে। পাশাপাশি নতুন মন্দিরের নির্মাণকাজও চলছে। শাস্ত্রমতে এ বছর দেবী আসছেন গজে (হাতি) এবং যাবেন দোলায় চড়ে।”
পূজার আনন্দমুখর পরিবেশে ইতিমধ্যেই কুলাউড়ার পূজামণ্ডপগুলোতে বইতে শুরু করেছে উৎসবের আমেজ।