বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পিআর হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র: ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, “পিআর হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র।”

তিনি বলেন, যে পদ্ধতি দেশের মানুষ বোঝে না, জানে না, সেটি বাস্তবায়ন করা যাবে না। পিআর দেশের সংবিধান বা নির্বাচনী আইনের কোথাও নেই। অথচ একটি কুচক্রী মহল পিআর সিস্টেমের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। দেশবিরোধী এই চক্রকে মানুষ ভালো করেই চেনে এবং নির্বাচনে তাদের উপযুক্ত জবাব দেবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করতে হবে। এজন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার। সভা যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, গোলাম কিবরিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাহাত চাকলাদার, সদস্য রেজাউল কবির, হোসাইন আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সদস্য মুরশেদুর রহমান পলু, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি হেনু মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাদেকুর রহমান সাদেক, মুহিব আলী, সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী এবং শরিফগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি শওকত আলী প্রমুখ।

আলোচনা সভায় ভাদেশ্বর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো