শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পিআর পদ্ধতির দাবিতে শাল্লায় জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জের শাল্লায় পিআর সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছেন শাল্লা উপজেলা জামায়াতে ইসলামী।

সমাবেশে জুলাই সনদের আইনিভিত্তি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি,অবাধ, সুষ্ঠ ও গ্রহন যোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার কতৃক গনহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার সহ এই পাঁচটি দাবির কথা উল্লেখ করা হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জু'মার নামাজের পর পরই বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। শাল্লা থানা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুরাতন উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এসে এক সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। 

শাল্লা উপজেলা জামায়াতে ইসলামের আমীর 
হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকির সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল খায়েরের পরিচালনায় এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলায় জামায়াতের বায়তুলমাল সম্পাদক সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসাইন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সভাপতি শাহনুর আলম,জামায়াত নেতা ফখরুল ইসলাম, কামরুল ইসলাম, ৩নং বাহাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোঃ হাফিজুর রহমান নাইম,মহন মিয়া,ফারহান মনির, মিনহাজ,মোবারক,রফিকুল ইসলাম,হাসান মিয়া প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামনে যে গণজোয়াড় সৃষ্টি হয়েছে তা দেখে একটি গুষ্টির মাথা নষ্ট হয়ে গিয়েছে। জামায়াতে ইসলাম একা কিছু করার কথা ভাবছে না। সবাইকে সাথে নিয়েই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়া করানোর পরিবেশ সৃষ্টি করার স্বার্থে সকল দলের সমন্বয়ে সরকার গঠনের লক্ষ্যে পিআর পদ্ধতি দাবির কথা জানানো হচ্ছে। বক্তারা বলেন, যারা বলেন আমরা পিআর পদ্ধতি বুঝি না, তাদেরকে বলবো আসুন পিআরের পক্ষে গণ স্বাক্ষর নেওয়া হউক। জনগণ যদি পিআর চায় তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতেই হবে। আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এবং লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের আয়োজন করার জন্য বর্তমান সরকারকে তাগিদ জানান নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো