জুলাই সনদের আইনিভিত্তি ও ৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় শান্তিগঞ্জ বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াছিন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আফসার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উলামা মাশায়েক সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন, সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রায়েজ নুর, সেক্রেটারি মামুন আহমদ, পাথারিয়া ইউনিয়ন জামাতের সভাপতি সমশের আলী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আলফাজ উদ্দিন, পুর্ব পাগলা ইউনিয়ন জামাতের সভাপতি কবির আহমদ,পশ্চিম পাগলা ইউনিয়ন জামাতের সভাপতি কাজী নুরুল হক, শিমুলবাক ইউনিয়ন জামাতের সভাপতি এখলাছুর রহমান, জয়কলস ইউনিয়ন জামাতের সভাপতি ডাঃ সাইদুর রহমানসহ উপজেলা জামাতে ইসলামী ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে হুশিয়ারী করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জুলাই জাতীয় সদনের ভিত্তিতে ৫ দফা গণদাবি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্ট সরকারের সকল জুলুম নির্যাতন,গণহত্যা ও দূর্নীতির বিচার দৃশ্যমান করা,স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৫ দফা গণদাবি না মানলে কেন্দ্রীয়ভাবে যে সকল কর্মসূচি আসবে তা কঠোরভাবে পালন করার জন্য দলের সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তারা।