শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা হেলিপ্যাড মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের অফিস সম্পাদক   নুরুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও সাবেক উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরী, উপজেলা শিবিরের সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ,শিবির নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত নেতারা।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এই সম্পর্কিত আরো