মৌলভীবাজারের রাজনগরে সাংবাদিকদের সাথে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা মতবিনিময় করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় রাজনগর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাজনগর থানার ওসি মো. মোবারক হোসেন খান জানান, এবারের দুর্গাপূজায় রাজনগর উপজেলায় সার্বজনীন ৮০ টি ও ব্যক্তিগত ৫৭ টি মন্ডপ সহ মোট ১৩৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সার্বজনীন আশিটি মন্দির সহ বিভিন্ন মন্দিরে সিসিটিভি বিতরণ করা হয়েছে। পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক আনসার পুলিশ সমন্বয়ে প্রায় এক হাজার সদস্য মোতায়েন থাকবে।
উপজেলার প্রতিটি মন্দিরে ৮ থেকে ১০ জন করে আনসার সদস্য ও গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যদের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহল দেবে।
সিলেট বিভাগের বৃহত্তম পাঁচগাও দুর্গা মন্দিরে যানজট এড়াতে গাড়িগুলোর জন্য প্রতিবারের মতো ওয়ান ওয়ে সড়কের ব্যবস্থা রয়েছে।
এদিকে রাজনগর পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট উভয় পক্ষই আইনশৃঙ্খলা বাহিনীকে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন খান এবারের দুর্গাপূজায় আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতিতে সহযোগিতার জন্য রাজনগর প্রেসক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মাতবিনিময় সভায় অন্যানের মধ্যে ছিলেন রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জিতেন্দ্র বৈষ্ণব, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আওয়াল কালাম ব্যাগ, সহ-সভাপতি শংকর দুলাল দেব সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, আহমদউর রহমান ইমরান, সাইদুল ইসলাম, কামরান আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।