বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম মাস্টার আব্দুর রহীমের স্মরণ সভা

বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক সপ্তাহ জুড়ে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম মাস্টার আব্দুর রহীমের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠানটির আয়োজন করে সপ্তাহ জুড়ে পরিবার। একই সাথে পত্রিকার নতুন সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাপ্তাহিক সপ্তাহ জুড়ে পত্রিকার সম্পাদক মুহাম্মাদ আব্দুল হামিদের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক তানভীর এলাহী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি মরহুম মাস্টার আব্দুর রহীম ও শহীদ সাংবাদিক এটিএম তুরাবের জীবন ও কর্মের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর সাংবাদিকতা ও সামাজিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সপ্তাহ জুড়ে পত্রিকার প্রধান উপদেষ্টা ফয়জুল ইসলাম, উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সপ্তাহ জুড়ে পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক ফয়সল মাহমুদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, যুগ্ম সম্পাদক এহসান করিম খোকন, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম সাজু, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, সপ্তাহ জুড়ে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু আজরফ মো. জাবুর, পরিচালনা পর্ষদ সদস্য আমির হোসেন আলমগীর ও ইউপি সদস্য জসিম উদ্দিন। 

বিয়ানীবাজারের সংবাদমাধ্যমপ্রেমীদের উপস্থিতিতে স্মৃতিচারণা ও নতুন সংখ্যার উন্মোচন এক উৎসবমুখর আবহ সৃষ্টি করে, যা স্থানীয় সাংবাদিকতায় নতুন দিগন্তের সূচনা বলে মনে করেন অতিথিরা।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে মরণোত্তর এবং সাবেক নির্বাহী সম্পাদক ফয়সল মাহমুদকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

এতে সপ্তাহ জুড়ে পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাহমুদুর রহমান চৌধুরী, তোফায়েল হাসান ও আব্দুদ দাইয়ান সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

এই সম্পর্কিত আরো