বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিয়ানীবাজার প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের নতুন কমিটির অনুমোদন করেন সভাপতি আহমেদ ফয়সাল (সমকাল) ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ (নয়াদিগন্ত ও জালালাবাদ)। 

কমিটিতে সহ সভাপতি মুহাম্মাদ আব্দুল হামিদ (দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক সপ্তাহ জুড়ে), ফয়জুল হক শিমুল (সাপ্তাহিক সময় চিত্র) ও সাহেদ আহমদ (জনতার টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীর আহমদ ছাইম (দৈনিক যায়যায়দিন ও এবি টিভি) ও এহসান করিম খোকন (জনতার টিভি), কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু (কালবেলা ও সিলেটের ডাক), দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী (কান্টি টুডে ও দৈনিক সবুজ সিলেট ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিন রনি (নয়াদিগন্ত মাল্টিমিডিয়া), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শহিদুর রহমান (দৈনিক ডেসটিনি), কার্যনির্বাহী সদস্য সুয়াইবুর রহমান স্বপন (যুগান্তর), খালেদ সাইফুদ্দীন জাফরী, আব্দুল ওয়াদুদ (প্রতিদিনের বাংলাদেশ) ও রাজু ওয়াহিদ।

সদ্য সাবেক কার্যনির্বাহী কমিটির দুই দায়িত্বশীলসহ এক সদস্য প্রবাসের থাকায় তাদের সম্মানিত সদস্য পদে রাখা হয়েছে। তারা হলেন- আবু তাহের রাজু (এবিটিভি), আজিম উদ্দিন আরিফ (এবিটিভি) ও জুবায়ের আহমদ (টাইমস টিভি)।

সদস্য পদে আফজল আহমদ পলাশ (সিলেটের দর্পন অনলাইন), তানভীর এলাহী মজুমদার (সপ্তাহ জুড়ে), আবুল হাসনাত তাপাদার জামিল (এ টিভি), জয়নুল ইসলাম (দৈনিক তৃতীয় মাত্রা), সামাদ আহমদ চৌধুরী (এবি টিভি), ফাহিম আহমদ তাছিম (দৈনিক আধুনিক কাগজ), ফাহিম আহমদ (দৈনিক আজকের দর্পন ও এবিটিভি), মোকাব্বির হোসেন (বিয়ানীবাজার নিউজ ২৪) ও তাহের আহমদ (বিয়ানীবাজার টাইমস)।

সহযোগী সদস্য পদে আবুল আহসান মো. আজরফ (সপ্তাহ জুড়ে), মনজুরুল হাসান মনজু (দৈনিক একাত্তরের কথা), আখতার হোসেন (এবিটিভি) জয়নুল ইসলাম (জুনিয়র) (আজকের সিলেট ও সিলেটের দিনরাত ), শাকির আহমদ (লকাল টাইমস), আব্দুল্লাহ আল মাহফুজ (পালস টিভি), মাহমুদুর রহমান চৌধুরী (লকাল টাইমস), তোফায়েল হাসান তোহা (সপ্তাহ জুড়ে), আব্দুর রহমান আল মাহবুব (পালস টিভি), হাসান মাহমুদ (এটিভি), আব্দুদ দাইয়ান (সপ্তাহ জুড়ে), আবুল কাশেম (জাগরণ স্পোটর্স), শহিদুল ইসলাম (স্কাই টিভি) ও আরাফাত রহমান ফাহিম (জনতার টিভি)।

একই সাথে সাধারণ সদস্য পদে আবুল কালাম (এবিটিভি), মুফসি রহমান হৃদয় (জনতার টিভি), নাবেল আহমদ (ইউনিক), আবু ফাহিম ইমন (স্কাই টিভি), আব্দুল ওয়াহিদ (সপ্তাহ জুড়ে), রেদওয়ান আহমদ (বিয়ানীবাজার টাইমস), সাকিবুল হাসান রাহি (পালস টিভি), আলমাছ হোসেন (স্কাই টিভি), মোহাম্মদ আব্দুল্লাহ খান (সিলেট বিডি), মো. আরিফ হোসাইন (সপ্তাহ জুড়ে) ও ছায়েম আহমদ (এটিভি)।

সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সম্মানিত সদস্য এবং প্রেস ক্লাবের নতুন সদস্য, সহযোগী ও সাধারণ সদস্যসহ সবার প্রতি শুভকামনা জানান এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা রক্ষা ও পেশাগত উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান করেন।

এই সম্পর্কিত আরো