✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা বক্কর গ্রেফতার

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

গ্রেফতার আবু বক্কর সিদ্দিক দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র ও দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। 

ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় ছাতক উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো