সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নিলামের জন্য রাখা পাথর বিক্রির অভিযোগ জিম্মাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে রশিদপুরে নতুন গ্যাসের সন্ধান, দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট পাওয়ার আশা নতুন সভাপতি-সহ সভাপতি ও ৯জন পরিচালক পেল সিলেট উইমেন চেম্বার পাথারিয়ায় ২৫০ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ শান্তিগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় তরুণীর লাশ উদ্ধার সিলেট উইমেন্স চেম্বার পরিচালক পদে বিজয়ী তাহমিনা সুহৃদ সমাবেশে বক্তারা - সিলেটের উন্নয়নের প্রশ্নে সকল রাজনৈতিক দলকে এক হতে হবে দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত খেলা নিয়ে বিরোধ - বিয়েতে যাওয়ার পথে সংঘর্ষ,আহত-২০ খানাখন্দে বেহাল বেগমপুর-কালনীচর সড়ক ভোগান্তিতে ৩ উপজেলাবাসী
advertisement
সিলেট বিভাগ

খানাখন্দে বেহাল বেগমপুর-কালনীচর সড়ক ভোগান্তিতে ৩ উপজেলাবাসী

সিলেটের ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়ক সংযোগ সংলগ্ন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বেগমপুর-কালনীচর সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানি জমে পিচ উঠে যাওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যান চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়কে যাতায়াতকারীদের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  

জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর থেকে কালনীচর সড়কটির র্ঘ্যৈ ১০কিলোমিটার। ইউনিয়নের সীমন্তবর্তী কালনীচর পরবর্তী সড়কটি যোগাযোগ স্থাপন করেছে পার্শবর্তী নবীগঞ্জ ও জগন্নাপুর উপজেলার সাথে। তিন উপজেলাবাসী দীর্ঘদিন থেকেই সড়কটি ব্যবহার করছেন। ২০০৬ সালে তৎকালীন সংস সদস্য এম.ইলিয়াস আলী এলজিইডি‘র সড়টির পাকা করণের উদ্বোধন করেন। পর থেকে ুই একবার নাম মাত্র সড়কটি সংস্কার হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যান চলাচল বন্ধের উপক্রম হয়েছে। বর্তমানে সড়কে ইটের খোয়া উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকে। সিএনজি অটোরিকশার চাকা পরে গর্তের পানি ছিটকে পরে পথচারী ও শিক্ষার্থীদের উপর। সড়কটি েিয় যাতায়াত করেন ওসমানীনগর উপজেলার ুটি মাধ্যমিক ব্যিালয়, ৪টি প্রাথমিক বিদ্যালয়, ১টি এতিমখানা ৩টি মাদ্রাসার শিক্ষার্থীরা। সিলেটের ওসমানীনগর উপজেলার উত্তর কালনীচর, ক্ষিন কালনীচর, পূর্ব কালনীচর, গাভুরটিকি, বেড়ারাই, চাতলপাড়, নূরপুর, নলিকুনা, বেগমপুর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকা›ি ইউনিয়নের কালনীচর, কালানজুরা, সুক্লাম্বরপুর, ফেসী, আটঘর, হবিগঞ্জের  নবীগঞ্জ উপজেলার দীঘলভাগ ইউনিয়নের মাধবপুর, গালিমপুর গ্রামের প্রায় অর্ধলক্ষ জনসাধারণ সড়কটি ব্যবহার করে আসছেন।

সরেজমিনে দেখা গেছে, সংস্কারের অভাবে সড়কের স্থানে-স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে পিচ ঢালাই ও ইটের খোয়া উঠে গেছে। বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে কাদায় ভরে যায়। যানবাহনে যাতায়াত ছাড়াও পায়ে হাঁটা মানুষেরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। 

স্থানীয়রা জানান, সড়কের গর্তে পড়ে প্রায়ই গাড়ি উল্টে ুর্ঘটনা ঘটছে। েিনর বেলা ছোট-বড় যানবাহন চলাচল করলেও রাতে ঘটে বিপত্তি। ভাঙ্গাচুরা রাস্তাটি দিয়ে রাতে যান চলাচলে রয়েছে চালকের অনিহা। বাধ্য হয়েই বাড়তি ভাড়া গুনতে হয় যাতায়াতকারীদের। 

একাধিক শিক্ষার্থীরা বলেন, সড়কের অবস্থা এত খারাপ যে, গাড়িতে ওঠা খুবই কষ্টকর। পায়ে হেটে গেলে গাড়ির চাকার পানি ছিটকে নষ্ট হয় বিদ্যালয়ের পুষাক। এমন অবস্থায় সড়কটি দ্রুত সংস্কার প্রয়োজন। 

সিএনজিচালক শাহিন মিয়া জানান, সড়কের বিভিন্ন স্থান ভেঙে ছোট পুকুরে পরিনত হয়েছে। এতে চলাচলকারীরা ঝুঁকি নিতে হচ্ছে। ফলে প্রতিদিন ছোট-খাট দুর্ঘটনার মুখোমুখি হতে হয়। শুধুমাত্র সড়কের খারাপ অবস্থার করনে প্রতিমাসে আমাদেরকে গাড়ি মেরামতের জন্য অতিরিক্ত ব্যয় করতে হয়।   

সাদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: স্বপন আহমদ বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি বিগত ৫বছর আগে সর্বশেষ সংস্কার করা হয়েছিল। বর্তমানে সড়কের এমন নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে যে, পায়ে হেঁটে যাতায়াতও দুষ্কর। তিন জেলার প্রায় অর্ধলক্ষ মানুষ রাস্তাটি ব্যবহার করছেন। তাই স্থানীয়রা সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। 

ওসমানীনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি কর্মকর্তা এস.এম আব্দুল্লাহ আল-মামুন বলেন, সড়কটি একটি প্রকল্পর আওতাধীন। প্রকল্প না আসায় বর্তমানে ১০ কিলোমিটার সড়ক সংস্কার করা যাচ্ছে না। তবে, সড়কের নাজুক অংশ মেরামতের উদ্যোগ নিয়ে পরিদর্শন করা হয়েছে। আশা করছি এক মাসের মধ্যে ভাঙ্গাচুরা অংশ মেরামতের কাজ শুরু হবে। 

এই সম্পর্কিত আরো

নিলামের জন্য রাখা পাথর বিক্রির অভিযোগ জিম্মাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে

রশিদপুরে নতুন গ্যাসের সন্ধান, দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট পাওয়ার আশা

নতুন সভাপতি-সহ সভাপতি ও ৯জন পরিচালক পেল সিলেট উইমেন চেম্বার

পাথারিয়ায় ২৫০ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ

শান্তিগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় তরুণীর লাশ উদ্ধার

সিলেট উইমেন্স চেম্বার পরিচালক পদে বিজয়ী তাহমিনা

সুহৃদ সমাবেশে বক্তারা সিলেটের উন্নয়নের প্রশ্নে সকল রাজনৈতিক দলকে এক হতে হবে

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত

খেলা নিয়ে বিরোধ বিয়েতে যাওয়ার পথে সংঘর্ষ,আহত-২০

খানাখন্দে বেহাল বেগমপুর-কালনীচর সড়ক ভোগান্তিতে ৩ উপজেলাবাসী