✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ করলেন ইলিয়াসপত্মী লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্টার তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিশ্বনাথের শিক্ষার  মান উন্নয়নে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে যে ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তবে আমি মনে করি, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরর আধুনিক শিক্ষার কলাকৌশলের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। ছেলেদের চেয়ে মেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহ বেশি। সবাইকে লেখাপড়ার প্রতি সমানভাবে আগ্রহী করে তুলতে কাজ করা জরুরী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথ পৌরসভার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫ম, ৮ম শ্রেণির এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রিতে অধ্যয়নরত ৫৭৪জন শিক্ষার্থীর মাঝে নগদ প্রায় ২২ লক্ষ টাকার বৃত্তি বিতরণ করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, বিগত সরকার সমস্ত কিছু দলীয়করণ করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে, সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে না, তাদেরকের তারা তাদের বিরোধীপক্ষ মনে করতো। যে কারণে প্রবাসীরাও দেশে আসাকে নিরাপদ মনে করেন নাই।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি সুনন্দা রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলজার খান, যুগ্ম সম্পাদক কবির মিয়া ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের যৌথ পরিচালনায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টের সভাপতি মাফিজ খান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের আঞ্চলিক পরিচালক নুরে আলম, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ট্রাস্টের সাবেক ট্রেজারার আব্দুস সাত্তার,  ট্রাস্টি গৌছ আলী, আব্দুর রুপ, আব্দুল মজিদ, খলিলুর রহমান, বিশ্বনাথ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের সিইও ডা. শানুর আলী মামুন, ট্রাস্টের সহসভাপতি মোহাম্মদ মিসবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, কার্যনির্বাহী সদস্য নেছার আলী লিলু, মবশ্বির আলী, ট্রাস্টি নেছার আলী, সলিসিটর আনছার হাবিব, বাবরুল হোসেন বাবুল, তোফাজ্জল আলম তোফায়েল, মুমিন খান মুন্না, ফারুক মিয়া, আব্দুল কুদ্দুস, ড. মুজিবুর রহমান, আনোয়ার খান, জামাল আহমদ, আবুল খয়ের, জাকির হোসেন কয়েছ, শেখ হারুনুর রশিদ, আব্দুল ওয়াহিদ আলমগীর, শেখ আবুল বাশার।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ট্রাস্টের বৃত্তি পেয়ে উচ্চতর শিক্ষা অর্জন করা প্রদীপ পাল। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শেষে প্রয়াত সকল ট্রাস্টিদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, রামসুন্দর অগ্রগামি মডেল সরকারি উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিপিইটির  ট্রাস্টি মাসুক মিয়া, সাইদুর রহমান, ট্রাস্টের কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, শিক্ষাবীদ মাষ্ঠার ইমাদ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ প্রমুখ।

এই সম্পর্কিত আরো