জামালগঞ্জের নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ৭জানুয়ারি) সকালে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মা সমাবেশের সভাপতিত্ব করেন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুজিত রঞ্জন সরকার।
সহকারী শিক্ষক কামনা শীষ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক দিপালী রানী তালুকদার, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ এর সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শংকর তালুকদার, রনধীর তালুকদার,লক্ষীকান্ত তালুকদার ,বিজিত তালুকদার,সহকারী শিক্ষক প্রজেস পুরকায়স্থ, পরাগ তালুকদার । মায়েদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রমিলা তালুকদার প্রমুখ।
পরে এসএসসি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।