সিলেট নগরীর টিলাগড়ে সেলুনে চুল কাটতে গিয়ে শিপু আহমদ (১৪) বছরের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে শাহপরান থানাধীন শাপলাবাগ এলাকার রোড নং-০১, ৮০ নং বাসার বাসিন্দা সমছু মিয়ার ছেলে। এ বিষয়ে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, গত ৯ আগষ্ট আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার দিকে সিলেট শাহপরান থানাধীন টিলাগড় পয়েন্টে চুল কাটার কথা বলে শিপু আহমদ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
পরবর্তীতে শিপু আহমদ বাসায় ফিরে না আসিলে তাদের আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তার মা তামান্না আক্তার ১০ আগস্ট (রবিবার) সিলেট শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেন এবং র্যাবে ৯ ব্যাটালিয়ানে লিখিত অভিযোগ করেন।
শিপুর সন্ধান পেলে নিম্ন নাম্বারে (মোবাইল-০১৭৯৪৪১১৪৯৩) অথবা সংশ্লিষ্ট শাহপরান থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন শিপুর মা ও তার স্বজনেরা।
এ ব্যাপারে শাহপরাণ ( রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, শিপু উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।