বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ ও আলোচনা সভা

"চলবো মোরা একসাথে' জয় করবো মানবতাকে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন কমিটি গঠন, ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ 

বৃহস্পতিবার(১৪ আগস্ট) দুপুরে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান৷ 

পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্রস্তাবিত সভাপতি আলী হায়দারের(বাচ্চু মিয়া) সভাপতিত্বে ও সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের পূর্ব বীরগাঁও ইউনিয়ন কমিটির সহ-সভাপতি আরজু মিয়া, পশ্চিম পাগলার সভাপতি আসাই মিয়া, পাথারিয়া ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক সায়াদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নের সভাপতি আসাব আলী, শিমুলবাঁক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল জালাল, দরগাপাশা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, জয়কলস ইউনিয়নের সিনিয়র সদস্য আব্দুস সালাম প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর সবার সর্বসম্মতিক্রমে আলী হায়দারকে সভাপতি ও মুর্শেদ জায়গীরদারকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

এরপর সংগঠনের পক্ষথেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো