ঢাকার গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে, একই সঙ্গে দেশব্যাপী সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ই আগস্ট) সাড়ে ৫টায় চুনারুঘাট মধ্যবাজারস্থ থানা রোডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন, সদস্য নোমান আহমদ ও ডেইলী অবজারভার প্রতিনিধি এম এস জিলানী আখনজী এবং স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।