বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ইউনিয়ন বিভক্তিকরণে গণশুনানি

জামালগঞ্জ উপজেলার ৩নং ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের বিভক্তিকরণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  (৭ আগস্ট) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ গণশুনানির আয়োজন করা হয়।

ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের  সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা কংকন সরকারের  সঞ্চালনায় গণশুনানিতে অভিমত ব্যক্ত করেন — ফজলুল কাদের চৌধুরী,আজাদ হোসেন বাবলু,জুলফিকার চৌধুরী রানা,শ্রীকান্ত তাং, নবী হোসেন, আব্দুল মন্নান মোল্লা,জসিম উদ্দিন,রজব আলী,আসাদ আলী প্রমুখ।

গণশুনানিতে ইউনিয়নের সকল ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা ইউনিয়ন বিভক্তিকরণের পক্ষে মতামত প্রদান করেন । প্রশাসনিক সুবিধা ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


উল্লেখ্য, ফেনারবাঁক ইউনিয়নে মোট ৫২টি গ্রাম রয়েছে। ৫১ বর্গকিলোমিটারের আয়তনে ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০ হাজার । দীর্ঘদিন ধরেই স্থানীয়রা ইউনিয়নটি বিভক্ত করার দাবি জানিয়ে আসছেন।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত করে পৃথক দুটি ইউনিয়ন গঠনের প্রস্তাবনায় সম্মতি জ্ঞাপন করেন। প্রস্তাবিত পূর্ব ফেনারবাঁক ( সাবেক ৬–৯নং ওয়ার্ড নিয়ে) ও পশ্চিম ফেনারবাঁক  (১–৫নং ওয়ার্ড নিয়ে) নামে দুটি ইউনিয়ন গঠন করার অভিমত ব্যক্ত করেন। 

প্রধান অতিথি মুশফিকীন নূর বলেন, আপনাদের মতামতের ভিত্তিতেই ইউনিয়ন বিভাজনের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের কাছে উপস্থাপন করব। আপনাদের সকল প্রস্তাবনা ও গণশুনানির সারসংক্ষেপ যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ  গ্রহণের জন্য শিঘ্রই প্রক্রিয়া শুরু হবে।

এই সম্পর্কিত আরো