কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ৩ ঘটিকায় থানাবাজারস্থ জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা টাইটেল মাদ্রাসা হলরুমে দোয়া মাহফিলের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সদস্যদের সর্বসম্মতিক্রমে সৌদি আরব প্রবাসী মাওলানা জিয়াউর রহমানকে সভাপতি ও কুয়েত প্রবাসী ওলিউর রহমানকে সাধারণ সম্পাদক এবং কুয়েত প্রবাসী নাজিম উদ্দীন নাদিমকে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা করে ১২৭ সদস্য বিশিষ্ট কমিটি এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে জামেয়া মখজনুল ইলুম কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুছাব্বির'র সভাপতিত্বে মাওলানা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট নয়াসড়ক মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলইরগাঁও টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি সিকন্দর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম হুসাইন আহমদ, মাওলানা সুহেল আহমদ, যুবনেতা ও সমাজকর্মী এম. হাবিবুল্লাহ জাবেদ, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিপন আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন প্রমুখ।