বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের রতনপুরে আয়োজিত 'প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাইট ফুটবল টুর্ণামেন্ট - ২০২৫' এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারি) রাত ৯টায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বালাগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে সুস্থ বিনোদন ও ক্রীড়ার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে এ ধরনের ক্রীড়া আয়োজন তার আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন আবুধাবি মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী রুবেল আমিন সুমন। তিনি বলেন, ক্রীড়া হলো জাতির মেধা ও মননের বিকাশের এক উত্তম মাধ্যম। আজকের এই আয়োজন যুব সমাজকে ঐক্যবদ্ধ করবে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আরও সুদৃঢ় করবে। আমি এ ধরনের আয়োজনে সবসময় পাশে ছিলাম। আগামীতেও থাকবো এবং অচিরেই আপনাদের সাথে সরাসরি দেখা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠান উপস্থাপনা নিউ স্টার ফুটবল ক্লাব রতনপুরের সভাপতি ও উপজেলা যুবদল নেতা আশরাফুল ইসলাম এবং আয়োজক কমিটির অন্যতম সদস্য ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম সাবের আহমদ, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, উপজেলা যুবদলের সদস্য সুমিম আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নোমান আহমদ লস্কর, যুগ্ম-আহ্বায়ক ফুজায়েল খান সাজু, যুবদল নেতা লায়েক আহমদ, মশহুদ আহমদ, ইকবাল আহমদ, ছাত্রদল নেতা জামাল ভূঁইয়া, ইমরান আহমদ বিজয়, লিটন আহমদ, শালমান খান এবং শাহিনুর খান প্রমূখ।
টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় 'জিয়ার সৈনিক রতনপুর' ট্রাইব্রেকারে 'দেওয়ানবাজার ছাত্রদল বড়জমাত'কে পরাজিত করে।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।