✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, দুই ভারতীয় নাগরিক আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ জন ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।  

বুধবার ১ জানুয়ারি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির গোয়াইনঘাট দমদমিয়া ও বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দমদমা নামক স্থানে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়।

আটক কৃতরা হচ্ছে ভারত শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার ওয়ামলিংক গ্রামের মৃত কয়াইত এর ছেলে ব্রোমিং ষ্টার (৩২) অপরজন বাংলাবাজার বিওপি এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা নামক স্থানে ভারত শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার, সাইগ্রাম থানার বার্মন টিলা গ্রামের মৃত গোমারু এর ছেলে লোকাস (৫৫),ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ো তাদের আটক করা হয়।

আটক হওয়া ২ জন ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ৪৮ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি।

এই সম্পর্কিত আরো