✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।


বুধবার (১লা জানুয়ারি) বিকাল ২ঘটিকায় জৈন্তাপুর উপজেলা ও কলেজ  ছাত্রদল'র যৌথ  উদ্যোগে আলোচনা সভা,  বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটা এবং পথচারীদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেলা ২ঘটিকায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শেষে বেলা ২:১৫ ঘটিকায় একটি  র‍্যালি   উপজেলা গেইট  থেকে বের হয়ে জৈন্তাপুর  বাজার, তামাবিল  রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

র‍্যালি শেষে ঐতিহাসিক হিরাদেবী মাঠে  এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক  শাওন আলমের  সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত  সদস্য সচিব এম শাহীন আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা  বিএনপির সাবেক আহ্বায়ক ও ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  আব্দুল মতিন ।

এসময় আরো বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক( ৪নং ওয়ার্ড) সদস্য মুহিবুল হক মুহিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল হাফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির  সহ-সভাপতি সুয়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক  নাসির উদ্দীন,  উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ প্রমুখ।

  এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা  সেচ্ছাসেবকদলের সাবেক  আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, সুলেমান আহমেদ, তোফায়েল আহমেদ, জাহাঙ্গীর আলম, সদস্য ফারুক আহমেদ, ইমন আহমেদ ইমু, মাহফুজ আহমেদ, হযরত শাহজালাল রহ. ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ কিবরিয়া, জৈন্তিয়া ডিগ্রি কলেজ  ছাত্রদলের আহ্বায়ক কয়েছ আহমেদ লিমন, সদস্য সচিব জুবায়ের আহমেদ, তৈয়ব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলীম উদ্দিন প্রমুখ।

এছাড়াও জৈন্তাপুর  উপজেলা ছাত্রদলের ৬টি ইউনিয়ন ও কলেজ  শাখার নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময়  উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তারা জাতীয়তাবাদী আন্দোলনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঐতিহাসিক হিরাদেবী মাঠে বেলা ৩ঘটিকায়   উপজেলা ও কলেজ  ছাত্রদলের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটা অনুষ্ঠান   পথচারীদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়। 

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১লা জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।

এই সম্পর্কিত আরো