কনকনে শীত, তাতে কি। নতুন বই নতুন বই পেতে বুধবার পহেলা জানুয়ারি সকাল সকাল স্কুলে হাজির কোমলমতি শিক্ষার্থীরা বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয় প্রতিটি শিক্ষার্থীর কাছে। নতুন বছরের গন্ধ মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি শিক্ষার্থীদের নতুন বছরের স্বপ্ন। অজানা কবিতা গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের সান্নিধ্য করার অদম্য ইচ্ছা উচ্ছ্বসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা হাসি আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বই গুলো স্কুল ছাড়ে শিক্ষার্থীরা।
বই বিতরণ উৎসবে সকাল ১১ টায় উপজেলার সাফিজ উদ্দিন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা পান্না সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিদ্যালয়ের দাতা সদস্য মো. ওয়ালীউল্লাহ সরকার। বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আমির হোসেন, শিক্ষিকা সবিতা রানী সরকার, শিউলি আক্তার, হাসিনা বেগম, জান্নাতুল ফেরদৌস। শিক্ষার্থীর অভিভাবক সালমা আক্তার, শামীমা আক্তার, জারনিজ বেগম প্রমুখ।