মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্যে সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বার্ষিক চুড়ান্ত মূল্যায়ণের ফলাফল প্রকাশ করা হয়।
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস।
বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের নাম ঘোষণা হলে তারা প্রত্যেকে প্রধান অতিথির হাত থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার গ্রহণ করে। এছাড়াও উক্ত বিদ্যালয়ে বছরের সেরা শিক্ষক হিসাবে পুরস্কৃত হন সহকারী শিক্ষিকা ছাবিহা খানম ও সৈয়দা শাহানারা আক্তার।