✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

লক্ষাধিক টাকা ক্ষতি

জামালগঞ্জে রাতের আধাঁরে মাছের ঘেরে বিষ প্রয়োগ

জামালগঞ্জে রাতের আধাঁরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করেছে দৃর্বত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার রাতে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের ইজারাদার আব্দুল মালেকের ছেলে মতিউর রহমানের ইজারাকৃত মাছের ঘেরে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায় জামালগঞ্জ বৌলাই নদী উন্মুক্ত শরীফপুর দক্ষিণ মাথা থেকে জামালগঞ্জ উপজেলার শেষ সীমানা আমানিপুর পর্যন্ত ১৪৩১ বাংলা সন পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখা থেকে ১৬১নং স্বারকে টোকেন ফি'র মাধ্যমে মৎস্য আহরণের অনুমতি পান কামধরপুর মৎস্যজীবী সমিতির সভাপতি মতিউর রহমান।

পরে মৎস্যজীবী সমিতির লোকজন মৎস আহরণের প্রস্ততি নিলে স্থানীয় কিছু লোকজন বাঁধা প্রদান করেন এবং মাছ ধরতে গেলে ১০  লক্ষ  টাকা চাাঁদা দাবি করেন। পরে এব্যাপারে গত ১৬ ডিসেম্বর জামালগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে মতিউর রহমান মামলা দায়ের করেন। এই মামলায়  দুইজন গ্রেফতার হয়ে জেল হাজতে আছে।

বিষপ্রয়োগের ব্যাপারে ইজারাদার মতিউর রহমান জানান সোমবার রাত ১২টার পর তিনি বাড়ীতে চলে আসেন। পরদিন সকালে মাছ ভাসতে দেখে লোকজন আমাকে ফোনে জানালে আমি মাছের ঘেরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। পানি বেশী থাকায় তাৎক্ষণিকভাবে মাছ ধরতে পারি নাই। এতে আমার পাচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান আমার ধারণা পূর্বশত্রুতার জেরে মামলার আসামীরা চাঁদার টাকার না পেয়ে এই ঘটনাটি ঘটিয়েছে।

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম কামাল হোসেইন জানায় বৌলাই নদীর ঘেরে বিষ দেওয়ার সংবাদ শুনেছি এখনও অভিযোগ পাইনি।

এই সম্পর্কিত আরো