সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দায়িত্ব) উর্মি রায়ের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, কালাসাদেক বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মহিব উল্যা, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, ইসলামপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক কবির আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি'র এজিএম রুহুল আমিন প্রমুখ।