শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, পুলিশ হেফাজতে যুবক ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৩জন গ্রেফতার শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ হাদির মৃত্যুতে কুলাউড়ায় ছাত্র-জনতার এক ঘন্টা ব্লকেড কর্মসূচি, বিচার দাবি শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর এর শোক
advertisement
সিলেট বিভাগ

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

জকিগঞ্জ থেকে সড়িয়ে নেওয়া হয়েছে সকল বাস, যাত্রী দুর্ভোগ চরমে

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে বাসচাঁপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা।সেই জের ধরে জকিগঞ্জ থেকে সরিয়ে নেয়া হয়েছে সকল বাস।

সোমবার (৩০ ডিসেম্বর) বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেট জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির ঘোষণা দেয়। একই সাথে জকিগঞ্জ বাসষ্টেশন থেকে সকল বাস সিলেট বাস টার্মিনালে সরিয়ে নেয়া হয়েছে।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, দূর্ঘটনা কবলিত বাস ছাড়াও আরও ২/৪টি বাস ভাঙচুর করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস, মিনিবাস ও মাইক্রোবাস বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে অফিসগামীরা চরম ভোগান্তিতে পড়েন। তারা অতিরিক্ত ভাড়া গুনে বিকল্প যানবাহনে অফিসে চলাচল করছেন। সকালে কদমতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনাল থেকে কোনও বাস জকিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়নি। একইভাবে জকিগঞ্জ থেকেও সিলেটের উদ্দেশে কোনও বাস চলাচল দূরের কথা, জকিগঞ্জ বাস ষ্টেশনে একটি বাসও গিয়ে দেখা যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় সিলেট থেকে শত কিলোমিটার দূরবর্তী জকিগঞ্জের সাধারণ যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের মধ্যে। এ ঘটনা দ্রুত নিরসন না হলে মানববন্ধন সহ আন্দোলনের ডাক দিতে প্রস্তুতি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, ‘অপরাধী যারাই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আমরা যদি ন্যায়বিচার না পাই তাহলে পরিবহন ধর্মঘট চলতে থাকবে।’

তিনি আরও বলেন, বাসচালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে অন্তত চারটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে ও নিরাপত্তার অভাবে আমাদের চালকরা সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন এবং জকিগঞ্জ থেকে সকল বাস সিলেটে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা প্রশাসক শের মোঃ মাহবুব মুরাদ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পরিবহন শ্রমিক ও মালিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসে বিষয়টির সুরাহা করার চেষ্টা করছি। আশা করি দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করবো।

উল্লেখ্য যে, রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের জকিগঞ্জের কামালগঞ্জ সড়কে বাসের ধাক্কায় নবম শ্রেণির স্কুলছাত্র আবির আহমদের মর্মান্তিক মৃত্যু ঘটে।

এই সম্পর্কিত আরো

দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি

নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে

সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, পুলিশ হেফাজতে যুবক

ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৩জন গ্রেফতার

শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ

হাদির মৃত্যুতে কুলাউড়ায় ছাত্র-জনতার এক ঘন্টা ব্লকেড কর্মসূচি, বিচার দাবি

শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর এর শোক