✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শিওরখাল সরকারি প্রা : বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

বালাগঞ্জ উপজেলার শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলপ্রকাশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা ইউনুস খান।  তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদানের  স্মরণে এবং জিন্দা মুর্দা সবার মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি জয়নুল ইসলাম চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ও সহকারি শিক্ষক জালাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লায়েক মিয়া, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুনেদ আহমদ, প্রবীণ মুরব্বি মো. রজব আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, তরুণ সংগঠক ও অনুষ্ঠানের স্পন্সর দাতা ফুজায়েল খান সাজু, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুলতান আহমদ খান, ছাবিয়া বেগম, বেবী রাণী পাল, আমিনাসহ স্থানীয়  যুবনেতা আবু বক্কর জাকারিয়া, জামাল ভুঁইয়া, মিছবান আহমদ, শাহীনুর খান, মিঠুন আহমদ, রায়হান আহমদসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং জাতির জন্য জীবন উৎসর্গকারী সকল বীরদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো