সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) এলাকার দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যদের ওপর হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ ডিসেম্বর) বিকালে বাংকারে এই ঘটনা ঘটে। পরে রাতে সেখানে রাখা নির্মাণ সামগ্রী ও পুনঃ মেরামতকৃত কোয়ার্টারের দরজা জানালা খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার আরএনবি'র ইনচার্জ আশরাফুজ্জামান লষ্কর।
তিনি বলেন, শনি ও রোববার বিকেলে দুর্বৃত্তরা আমাদের উপর হামলা করার চেষ্টা করে। তখন আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে তারা পুলিশ ও বিজিবি সদস্যদের পাঠিয়ে সেখান থেকে আমাদের উদ্ধার করেন। আমরা রবিবার থেকে সেখানে রাতে থাকার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু বর্তমানে সেখানে রাত্রিযাপন করার মতো পরিস্থিতি নাই। আমরা সেখানে রাত্রিযাপন করতে গেলে দুর্বৃত্তরা আমাদের উপর আক্রমণ করবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, রোববার আরএনবি বাংকারে অবস্থান করার জন্য আমাদের হেল্প চেয়েছিল। আমি সেখানে ফোর্স পাঠিয়েছিলাম। তবে আরএনবি'র উপর হামলার চেষ্টার বিষয়টি তারা আমাকে জানায়নি।