✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

চাঁদাবাজী নিয়ে সংবাদ প্রকাশ

জৈন্তাপুরে সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি শ্রমিক নেতার

সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য ও কালবেল পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলামের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন শ্রমিক নেতা আমির আলী।

অবৈধভাবে বালু উত্তোলন, বালু শ্রমিকদের থেকে চাঁদা আদায়ের সংবাদ প্রচার করার জের ধরে সাংবাদিক নাজমুলকে এই হুমকি দেন সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুঠোফোনের মাধ্যমে আমির আলী এই হুমকি প্রদান করেন।

এ ঘটনায় সাংবাদিক নাজমুল ইসলাম জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে নাজমুল ও শ্রমিকনেতা আমির আলীর ৪ মিনিট ৬ সেকেন্ডের একটি ফোনালাপের অডিও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অডিওতে শ্রমিকনেতা নাজমুলকে বলেন, 'তুমি কয়েক হাজার শ্রমিকের পেটে লাথি মারতেছ'। উত্তরে নাজমুল বলেন, 'এমন কোনো প্রমাণ কি আপনার কাছে আছে যে, আমি শ্রমিকদের পেটে লাথি মারছি।'

এর বিপরীতে আমির আলী বলেন, 'তুমি বালু উত্তোলনের খবর ইউএনও অফিসে দাও, তার সব খবর আমি পাই।' এর পরপরই আমির আলী উত্তেজিত হয়ে বলেন, 'বেশি বাড়াবাড়ি করবায় না। বেশি বাড়াবাড়ি করলে তুমার হাত কাটি ফালাই দিমু।' এরপর অশ্লীল ভাষায় গালিগালজ করতে থাকেন।

এ বিষয়ে শ্রমিকনেতা আমির আলী বলেন, নাজমুল আমাকে ডিস্টার্ব করেন, তাই তাকে হাত কাটার হুমকি দিয়েছি। তাকে নাজমুলের সঙ্গে করা ফোনালাপের কথা বলা হলে তিনি বলেন, আমরা বালু তুলি তার সমস্যা হওয়ার কথা নেই । বৈধ হউক আর অবৈধ হউক আমরা বালু তুলি এবং তুলব। এ ব্যাপারে জৈন্তাপুর থানায় তার সাথে বৈঠকের কথা রয়েছে।  

এ ব্যাপারে সারী বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুক আহমেদ জানান, বিষয়টি দুঃখজনক, এটা মীমাংসার চেষ্টা চলছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, অডিও রেকর্ড শুনেছি। এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক সাধারন ডায়েরি করেছেন। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে শালিক রুমাইয়া জানান, আমি ঘটনাটি শুনেছি, ভুক্তভোগী সাংবাদিককে মামলা করার পরামর্শ দিয়েছি।

এই সম্পর্কিত আরো