বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিওরখাল মাঝপাড়া গ্রামে প্রবাসীদের উদ্যোগে একটি রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে।
সৌদিআর প্রবাসী হাফিজ ফজলু রহমান, যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া, দুবাই প্রবাসী মাওলানা সাইফুল ইসলাম ও পর্তুগাল প্রবাসী কামাল উদ্দিনের বিশেষ উদ্যোগে সৌদি আরব, যুক্তরাজ্য, দুবাইসহ বিভিন্ন দেশে বসবাসরত গ্রামের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় নির্মিত হয় ১২০০ ফুট দীর্ঘ এই আধুনিক ঢালাই রাস্তা। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে বলে জানাগেছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে রাস্তার নির্মাণকাজ সফলভাবে শেষ হয়। দীর্ঘদিনের কাঁচা রাস্তার সমস্যায় ভোগা লোজজনের জন্য এটি যেন এক স্বপ্নপূরণের মুহূর্ত। এই রাস্তা শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাস্তাটির পাকাকরণে আর্থিক সহযোগিতায় যারা করেছেন তাঁরা হলেন- সৌদি আরব প্রবাসী হাফিজ ফজলুর রহমান, মাওলানা নানু মিয়া ও মর্তুজা খান।
যুক্তরাজ্য প্রবাসী মো. আনছার আলী, আখতার আলী, মো. আনহার আলী, মাওলানা সাদিকুল ইসলাম, গিয়াস মিয়া, মো. শাহজান ও লালা মিয়া।
দুবাই প্রবাসী মাওলানা সাইফুল ইসলাম, খালিছ মিয়া, হারুন মিয়া, দুদু মিয়া, এলাইছ মিয়া, মফুর মিয়া ও মুহিব মিয়া। পর্তুগাল প্রবাসী কামাল উদ্দিন ও হায়দর আলী; ইতালি প্রবাসী বারিক মিয়া এবং কাতার প্রবাসী হাফিজুর রহমান। এছাড়াও শিক্ষক আবুল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন এই মহৎ কাজে সহযোগিতা করেছেন।
রাস্তার কাজ সমাপ্তির দিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব হাজী রুস্তম আলী, আব্দুল গফফার, আব্দুল করিম, আব্দুর রুফ, তজমুল আলী, রজব আলী, সিরাজুল ইসলাম, আব্দুস ছালাম, নুরুল ইসলাম, মাওলানা ফয়জুর রহমান, হাফিজ মিজানুর রহমান, আবু বক্কর জাকারিয়া, আব্দুল মালেক, আব্দুল আহাদ, এনাম আহমদ ও জয়নাল আবেদীন।
তারা এই উদ্যোগকে গ্রামীণ উন্নয়নের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী আশা করেন, ভবিষ্যতে প্রবাসীদের সহায়তায় এ ধরনের আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হবে।