মুসলিম যুবসমাজ, জকিগঞ্জ’ কর্তৃক ‘ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা ও খতমে নবুওয়াত মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে।
জকিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল ৩০ ডিসেম্বর সোমবার বাদ যোহর জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে এ মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বিধায় উক্ত মাহফিল অনুষ্ঠানের অনুমতি প্রদান করা গেলোনা।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এই মাহফিলের অনুমতি বাতিল করা হয়। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।