অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। আমাদের সমাজের চারপাশে এমনও হতদরিদ্র মানুষ আছে যারা কিনা অর্থের অভাবে টিকমতো চিকিৎসা পর্যন্ত করাতে পারে না। আমাদের সকলেরই উচিত তাদের প্রতি একটু সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া। আর আমরা যদি তাদের প্রতি একটু সহযোগীতার হাত বাড়িয়ে দেই, এতেই অসহায় হতদরিদ্র মানুষেরা তাদের অন্তত চিকিৎসা সেবাটুকু নিশ্চিতে করাতে পারবে। শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সাবেক এমপি শাম্মী আক্তার।
শনিবার (২৮ ডিসেম্বর) প্রতি বছরের মতো এবারও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা চৌধুরী বাড়ি প্রাঙ্গনে ডুলনা ইয়াং স্টার সোসাইটির পরিচালনায় ও সোসাইটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরীর সার্বিক সহযোগিতায় এ,কে ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু শিবির মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এর আগে আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চিকিৎসা সেবার শুভ উদ্বোধন করা হয়। ৬ শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এবং এর মধ্যে ৬০ জন রোগীকে লেন্সসহ চোখের ছানি ও অন্যান্য অপারেশন করানো হয়েছে মৌলভীবাজারের উন্নত একটি হাসপাতালে।
বিকেল সাড়ে ৪টায় গ্রামাঞ্চলের ৫‘শত কর্মজীবি, দিনমজুর, আসহায় ও হতদরিদ্রসহ সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে ৫০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভাটি ডুলনা ইয়াং স্টার সোসাইটির সাধারণ সম্পাদক রকিবুজ্জামান আকিব চৌধুরী ও উপজেলা ছাত্রদল নেতা নবীউর রহমান অপূর্বর যৌথ সঞ্চালনায় এবং ডুলনা জামে মসজিদের সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ডুলনা ইয়ং স্টার সোসাইটির সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী নিমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহামন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি সালেহ উদ্দিন বাবরু, গাজীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মীর সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইতালী প্রবাসী আহমেদ ফারুক লিপু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম, উপজেলা শ্রমিকদল সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আজাদ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম সুজন, প্রবীণ নেতা আজগর আলী মাস্টার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদল নেতা শাহ আলীম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি সুজন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক মীর ইউসুফ আলী, গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, আহম্মদাবাদ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রাকিব প্রমূখ।
ব্যতিক্রমধর্মী আয়োজনটি, "ফ্রি মেডিকেল চক্ষু শিবির ক্যাম্পিং চিকিৎসা সেবা" বসিয়ে ওই অঞ্চলের অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা দিয়েছে মানবিক সংগঠনটি। ফ্রি মেডিকেল ক্যাম্পিং চক্ষু শিবির এ গাজীপুর ইউনিয়নের আশপাশের দরিদ্র গ্রামবাসীর মধ্যে প্রায় ৬শত জন রোগীর প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষার পর তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও বিভিন্ন গ্রাম থেকে সেবা নিতে আসা রোগীরাও বলেন, এমন মানবিক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের প্রত্যেকেরই উচিৎ ডুলনা ইয়াং স্টার সোসাইটির মতো মানবিক কর্মকান্ডে নিজেদের সাধ্যমতো অবদান রাখা। তারা আরোও বলেন, আয়োজিত এসব স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকান্ডে সরকারি ও বিত্তবান শ্রেণির মানুষদের সহযোগিতা খুব জরুরি। সকলেই আয়োজিত এই মানবিক কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সামাজিক এমন ধরনের সকল কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য যে, ডুলনা ইয়াং স্টার সোসাইটি নামক সামাজিক সংগঠনটি ২০২০ইং সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্নের যাত্রা থেকেই নানাবিদ মানবিক কর্মকাণ্ড এরকম কাজ করে আসছে। তারা ইতিপূর্বে চোখে ছানীপড়া ৩০জন রোগীকে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে নিয়ে ফ্রি চোখের অপারেশন করিয়ে চিকিৎসা প্রদান করিয়াছে। প্রতি বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ, ইফতার সমাগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, ত্রাণ বিতরণ, নানা দূর্যোগকালীন সময়ে অসহায়দের খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরণের কর্মসূচীসহ বিভিন্ন উন্নয়মূলক কর্মসূচী পালন করে আসছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায়, দুস্থ মানবতার সেবায় সংস্থাটি কাজ করে যাচ্ছে। যার কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে আগত ৫০০শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।