✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে খেলার মাঠে মেলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে আইনজীবী ও বৃহত্তর ষোলঘর এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, নিয়মবহির্ভূতভাবে একটি আবাসিক এলাকায় প্রতি বছর খেলার মাঠে মেলার আয়োজন অনুমোদন দিয়ে থাকে জেলা প্রশাসন। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাতসহ বয়স্ক ও রোগীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। 

এছাড়াও মেলার সামনের প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়। ইতোমধ্যে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপিসহ বিভিন্নভাবে দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবি উপেক্ষা করে মেলার প্রস্তুতি শুরু করেছেন। 

আবাসিক এলাকা থেকে সরিয়ে শহরের বাইরে আব্দুজ জহুর সেতুর ওপারে বা বিসিক শিল্পনগরীর মাঠ অথবা শহরতলীর অন্য কোনো মাঠে মেলা আয়োজনের দাবি জানান বক্তারা। 

অনতিবিলম্বে এই দাবি মানা না হলে সামনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাড. জিয়াউর রহমান পীরের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আবুল মজাদ চৌধুরী, অ্যাড. মতিয়া বেগম, অ্যাড. মাসুদুল হক সরকার সুমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাড. খাইরুল কবীর রুমেন, অ্যাড. রফিকুল আলম, অ্যাড. আব্দুল হামিদ, অ্যাড. ফাতেমা রেখা, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. হিমেল, অ্যাড. মেহরাজ উৎফল, অ্যাড. মহি উদ্দিন হীরা, অ্যাড. ফয়সল আহমদ, অ্যাড. আফিজ মিয়া,অ্যাড. ফজর আলী, অ্যাড. আইন উদ্দিন, অ্যাড. জাবেদ নূর, অ্যাড. সিদ্দিকুর রহমান স্বপন, অ্যাড. আরিফুর রহমান ঝিনুক প্রমুখ।

এই সম্পর্কিত আরো