সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা সাহেদ মোশারফ (কটাই মিয়া)। সর্বশেষ সিলেটের জনপ্রিয় 'সবুজ সিলেট ড্রামা' ইউটিউব চ্যানেলে ‘দানবীর কটাই’ নাটকে শুটিং শেষ করেন। গেল মাসে হঠাৎ অসুস্থ হয়ে বিশ্রামে চলে যান তিনি। তবে এখন আগের চেয়ে ভালো আছেন এ অভিনেতা। এক মাস পর ফের লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরেছেন তিনি।
তবে আগের থেকে অনেকটা ভালো আছেন কটাই মিয়া। অসুস্থতার কারণে নাটকের শুটিংসহ একাধিক কাজ শিডিউল করতে হয়েছে তাকে। নির্মাতারও তাকে এ ব্যাপারে সহযোগিতা করেছেন। কটাইয়ের অসুস্থতা শুনে দোয়া চান সিলেট শোবিজের সবাই। এখন তার সুস্থতার খবরে সবার মধ্যে স্বস্তি ফিরেছে।
শুটিংয়ে ফিরে শাহেদ মোশারফ (কটাই মিয়া) বলেন, ‘আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছি। শুটিংয়ে সবাই সহযোগিতা করছে। বিশ্রামে থাকলেও অভিনয় খুব মিস করেছি। এখন হাতে যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করব। সবাই দোয়া করবেন যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে কাজে ব্যস্ত হতে পারি।’