✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বিজিবির অভিযান

৯০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২, ২ টি পিকআপ জব্দ


সুনামগঞ্জে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঝিগাতলা সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে আনা শাড়ি, থ্রিপিস, প্রসাধনী সামগ্রী ও চিনিসহ মাদকদ্রব্য আটক করা হয়। আটক পণ্যের বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এসময় চোরাই পণ্য পরিবহনকালে দুইটি পিক-আপ আটক করা হয়।এদিকে আলাদা অভিযানে চিনাকান্দী সীমান্ত এলাকা থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা এক লক্ষ টাকা উদ্ধার করা হয়।

চিনাকান্দী বিওপির বিশেষ টিমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ২৮ বিজিবির অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া কাদির।

এই সম্পর্কিত আরো