✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় নানা আয়োজনে বড়দিন উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল ২৫ ডিসেম্বর বুধবার খ্রিষ্টান ধর্মবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে কুলাউড়ার ৩৬টি খাসিয়া পানপুঞ্জি, বিভিন্ন মিশনারি ও প্রায় ১৬টি চা-বাগানের গীর্জাগুলো বর্ণিল সাজে সেজে উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন গীর্জায় সাজানো হয়েছে ক্রীসমাস ট্রি ও শান্তাক্লজের প্রতিকৃতি। প্রতিটি পুঞ্জি ও চা-বাগানের উঠোনে বাহারী সামিয়ানা টাঙ্গানো হয়েছে। অনেক পান পুঞ্জিতে বিদ্যুৎ না থাকায় শহরের ডেকোরেটার্সে অগ্রিম ভাড়া দেওয়া হয়েছে পাওয়ার ফুল জেনারেটর। ভাড়া করা হয়েছে মিউজিশিয়ানদের। বেকারীতে অর্ডার দেওয়া হয়েছে বিশাল আকারের কেক। এছাড়াও রয়েছে নানা পদের বিষ্কুট, মিষ্টান্ন ও কোমল পানীয়। 

 

উপজেলার লুটিঝুরি, কুকিঝুরি, বেগুনছড়া, উগারছড়া, চৈলতাছড়া, ফানাই, মুরইছড়া, ঝিমাই, সিংগুর পান পুঞ্জি এবং গাজীপুর, ক্লিভডন, দিলদারপুর, লংলা, চাতলা চা-বাগান সহ বিভিন্ন মিশনারি গীর্জাগুলো পরিষ্কার-পরিচ্ছন ও পরিপাটি করে রাখা হয়েছে। এছাড়াও লাল-নীল রং বে রংঙ্গের আলোর ঝলকানিতে ছুয়ে গেছে গীর্জাসহ এলাকার চৌপাশ। 

বড়দিন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য স্থানীয় লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুধীর গমেজ এবং ব্রাহ্মণবাজার খ্রীষ্টানীয় হাসপাতালের ম্যানেজার শ্যমল রয় বলেন, ৩৬টি পানপুঞ্জি ও চা-বাগানের গীর্জাগুলো বড়দিন উৎসব পালনে পুরোপুরি প্রস্তুুত। স্থানীয় প্রশাসন থেকে নিরাপত্তা বিধানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৫ ডিসেম্বর সরকারীভাবে বড়দিন ঘোষিত থাকলেও অনেকেই পাক বড়দিন উৎসব ১৮ ডিসেম্বর থেকে শুরু করে দিয়েছেন।  ২৫ ডিসেম্বর শুরুতেই প্রার্থনা সভা এবং  রাতে নাচ গান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো