✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামিয়ার গহরপুর সিলেটের ৬৮তম বার্ষিক সম্পন্ন

বরেণ্য বুযুর্গ য়খুল হাদিস আল্লামা হাফিজ নূরউদ্দিন আহমদ গহরপুরী (রহ.)-এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের ৬৮তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন  জামিয়ার মুহতামিম, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ রাজু।

জামিয়ার শিক্ষক আল্লামা মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ ও মাওলানা সালেহ আহমদ মক্কীর উস্থাপনায় মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন-বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব আল্লামা মুফতি মাহফুজুল হক ঢাকা, সুনামগঞ্জের দরগাহপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী,  মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, গহরপুর জামিয়ার শায়খুল হাদিস আল্লামা আব্দুল হাই উমরপুরী, মুহাদ্দিস আব্দুর রহমান কলুমার (হুজুর), মুফতি আবুল হাসান জকিগঞ্জী, ঢাকা চকবাজার শাহী মসজিদের খতিব মুফতি মিনহাজুল ইসলাম, মাওলানা নজমুদ্দিন কাসেমী সিলেট , মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, মুফতি ওলিউল্লাহ আজাদী ঢাকা, মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা সাইফুল্লাহ আনসারী (সাহেবজাদায়ে জুবায়ের আহমদ আনসারী রহ:) প্রমুখসহ বরেণ্য বিশিষ্ট উলামায়ে কেরামগণ।
মাহফিলে উপস্থিত হয়ে অনুভূতির প্রকাশ করেন - সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির নেতা ব্যারিস্টা এমএ ছালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ ফজর দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ৬৮ মাহফিলের সমাপ্তি হয়। 
সমাপনী নসিহত ও আখের মোনাজাত পরিচালনা করেন খলিফায়ে গহরপুরী শায়খুল হাদিস আল্লামা  শফিকুল হক সুরইঘাটী (হুজুর)।

এই সম্পর্কিত আরো