হবিগঞ্জের মাধবপুর উপজেলার চেঙ্গাবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় র্যাব-৯, সিপিসি-৩ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এই ৭ কারবারীকে আটক করে ও ১০০ কেজি গাঁজা জব্দ করে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যা জানানো হয়।
আটকৃতরা হলেন মো. মোর্শেদ, মো. লোকমান, সুশিল চন্দ্র দাস, কাইয়ুম শেখ, মো. উজ্জল হোসেন, মো. ইমরান হোসেন, মো. ফিরোজ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।