সুনামগঞ্জে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবি'র অধিনায়ক জাকারিয়া কাদির জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ডলুরা শহীদ মিনার কামার ভিটাগ্রাম এলাকা থেকে ভারতীয় থ্রিপিস, থানকাপড়, লেহেঙ্গা এবং মদ উদ্ধার করা হয়।
এদিকে, উপজেলার চিনাকান্দি সীমান্ত থেকে ভারতীয় চিনি, সুপারি এবং চারাগাঁও সীমান্ত থেকে ভারতীয় কয়লা; লাউড়েরগড় সীমান্ত থেকে ভারতীয় গরু ও কম্বল এবং বনগাঁও সীমান্ত থেকে ভারতীয় জিরাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। গত দুদিনের অভিযানে জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ২৮ বিজিবি'র অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, চোরাচালান রোধে বিজিবি সুনামগঞ্জের ৯১ কিলোমিটার সীমান্তে সার্বক্ষণিক তৎপর রয়েছে।