✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল আগামীকাল

বরেণ্য বুযুর্গ শায়খুল হাদিস আল্লামা হাফিজ নুরউদ্দীন আহমদ গহরপুরী (রহ.)এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী  জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের বার্ষিক মাহফিল আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। 

মাহফিলের সকল প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন।জামিয়া ময়দানে দিবা-রাত্রির এ মাহফিলে বরেণ্য উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলাররা বয়ান পেশ  করবেন।

৬৮তম এই মাহফিল সফল ও সার্থক করতে জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু (সাহেবজাদা গহরপুরী) সকলের সার্বিক সহযোগিতা, উপস্থিতি ও দুয়া কামনা করেছেন।

এই সম্পর্কিত আরো