সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কোম্পানীগঞ্জ উপজেলা, বিএনপি, যুবদল কোম্পানীগঞ্জ উপজেলা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, উপজেলার সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সকল শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় উপজেলা প্রাঙ্গনে নির্বাহী কর্মকর্তা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
উপজেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা , সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম প্রমুখ। দুপুরে দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।