✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে সিএনজির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু


মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সার ধাক্কায় এক ব্যবসায়ী আহত হয়েছেন। গত শনিবার রাত ৯টা শমশেরনগর মোকাম বাজার এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় আহত হলে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার মৃত্যু হয়। ব্যবসাহী আব্দুল মছব্বির (৬৫) শমশেরনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতরে অটো রিকশায় বাড়িতে যাওয়ার পথে মোকাম বাজার  এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিক্সা পিছন থেকে  ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা পর ঘটনার দিন রাতেই মৃত্যু হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই জাকির হোসেন বলেন ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। 

এই সম্পর্কিত আরো