বালাগঞ্জ উপজেলার বাঙালি নিবাসী, গহরপুর সিলেটের প্রাক্তণ ছাত্র, ইছামতি ইসলামিয়া জামিয়া আরাবিয়া মাদ্রাসা, জামেয়া পারকুল মাদ্রাসা, দারুল উলুম সোনাপুর রুপাপুর মাদ্রাসা ও উসমানপুর দারুল ফালাহ মাদ্রাসার সাবেক মোহতামিম এবং খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখা সহসভাপতি হযরত মাওলানা কারী আব্দুর রাজ্জাক (বাঙালি হুজুর) আর নেই।
শনিবার (১৪ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫০বছর। তিনি স্ত্রী, সহকর্মী, ছাত্র, শিক্ষক ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় দক্ষিণ রাউৎখাই জামে মসজিদের প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে মসজিদের পার্শ্বে কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজে বিভিন্ন পর্যায়ের আলেমসমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবীসহ শোকাহত সর্বস্তরের এলাকাবাসী এবং হুজুরের আত্মীয়-স্বজন ও ছাত্ররা উপস্থিত ছিলেন।