বালাগঞ্জের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ’দেওয়ানবাজার সবুজ দল (এফসি)’র ২০২৫-২৭ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এফসির উপদেষ্টা কমিটি, প্রবাসী পৃষ্ট-পোষক কমিটি ও ২০২৫-২৭ সেশনের ৩বছর মেয়াদি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা হলেন- বিশিষ্ট সংগঠক মোহাম্মদ সাহিদুল হক (মুহাম্মদপুর)। বিশিষ্ট ক্রিড়া সংগঠকদের নিয়ে গঠিত উপদেষ্টাগন হলেন -মো. আসলাম খান(শিওরখাল), মো. ফখর উদ্দিন (আনোয়ারপুর,বর্তমান ফ্রান্স প্রবাসী), মো. আশিকুর রহমান আশিক (বরকতপুর, বর্তমান যুক্তরাজ্য প্রবাসী), মো. শিরমান উদ্দিন (জামালপুর), ফয়ছল আহমদ (সুলতানপুর, বর্তমান বৃটেন প্রবাসী), মো. ইশতিয়াক আহমদ কয়েছ (সুলতানপুর), মো. সাখাওয়াত হুসেন সুমন (জামালপুর), ফয়ছল আহমদ চৌধুরী (শাহাপুর, বর্তমান আমেরিকা প্রবাসী), মো. আতিকুল ইসলাম আতিক (শিওরখাল), মো. কায়সার হামিদ কয়ছর (সুলতানপুর), মো. মকসুদূর রহমান চৌধুরী (সিলেট), শাহিন আহমদ (সুলতানপুর), জাবেদ আহমদ (সুলতানপুর), মো. আব্দুল আলম পিন্টু (ইব্রাহিমপুর), মো. এমদাদুর রহমান জাকির (আলাপুর), মো. শেরওয়ান গফুর(দত্তপুর), মো. আকমল হুসেন (মোহাম্মদপুর), মো. সুলেমান হুসেন মামুন (বালাগঞ্জ) ও সাংবাদিক শাহ মো. হেলাল (শিওরখাল)।প্রধান পৃষ্ঠপোষক মো.জুনেদুর রহমান জুনেদ (আলাপুর, বর্তমান যুক্তরাজ্য প্রবাসী)।
এ ছাড়া অন্যান্য প্রবাসী পৃষ্ট-পোষকগন হলেন- মো. মোর্শেদ আলী (সুলতানপুর, বর্তমান সৌদিআরব প্রবাসী), ফোয়াদ আহমদ (আলাপুর, বর্তমান আমেরিকা প্রবাসী), সালেহ আহমদ খান (শিওরখাল, বর্তমান বৃটেন প্রবাসী), মো. ফখরুল হুসেন (শাহাপুর, বর্তমান স্পেন প্রবাসী), মো. আবুল হুসেন (আলাপুর, বর্তমান তুর্কি প্রবাসী), মো. গোলাম মোস্তফা (আলাপুর, বর্তমান স্পেন প্রবাসী), খালেদ আহমদ নশিওরপুর বর্তমান স্পেন প্রবাসী), রেদুয়ান আহমদ (শংকরপুর, বর্তমান দুবাই প্রবাসী), সেলিম আহমদ (সুলতানপুর, বর্তমান দুবাই প্রবাসী) ও নোমান আহমদ (হায়দরপুর, বর্তমান ফ্রান্স প্রবাসী)।
এবং ২০২৫-২৭ সেশনের নতুন কার্যকরি কমিটির কর্মকর্তারা হলেন-সভাপতি লোকমান আহমদ (আনোয়ারপুর), সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ (সিরাজপুর, বর্তমান লন্ডন প্রবাসী), সহসভাপতি মো. আব্দুল আহাদ (সুলতানপুর), মো. সিরাজ মিয়া (ইব্রাহিমপুর) ও মো. সুরাব আলী (শিওরখাল)। সাধারণ সম্পাদক সুজন আহমদ (আলাপুর, বর্তমান ইউকে প্রবাসী), সহসাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লয়লু(পাচঁহাল ) ও মো. আব্দুল মোহাইমিন শিমু (নশিওর পুর), সাংগঠনিক সম্পাদক জামান আহমদ (সুলতানপুর), সহসাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন (সুলতানপুর বর্তমান কাতারন প্রবাসী)। প্রচার সম্পাদক ফারহান আহমদ চৌধুরী (সুলতানপুর), সহপ্রচার সম্পাদক আকুল আহমদ(সুলতানপুর), প্রবাসী কল্যাণ সম্পাদক সাব্বির আহমদ (সুলতানপুর, বর্তমান কাতার প্রবাসী, মোহাম্মদ আলী (সুলতানপুর, বর্তমান বৃটেন প্রবাসী, রেহাদ আহমদ (সুলতানপুর, দুবাই প্রবাসী), জসীম আহমদ (আনোয়ারপুর, বর্তমান সৌদিআরব প্রবাসী), মোস্তাকিম আহমদ (নশিওরপুর, বর্তমান সৌদিআরব প্রবাসী, বেলাল আহমদ (আলাপুর,বর্তমান সৌদিআরব প্রবাসী) ও লয়লু আহমদ (হায়দরপুর, বর্তমান সৌদিআরব প্রবাসী)। ম্যানেজার মোহাম্মদ নাজিম উদ্দীন (আনোয়ারপুর) ও মো. হাসান মাহমুদ (সুলতানপুর)। এবং কোচ- জাহিদ আহমদ সুলতানপুর ও মো. সিরাজুল ইসলাম সিরাজী শিওরখাল।
এ দিকে ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ’দেওয়ানবাজার সবুজ দল (এফসি)’র ২০২৫-২৭ সেশনের গঠিত নতুন কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক কৃতিফুটবলার সুলতানপুর গ্রামের বর্তমান দুবাই প্রবাসী কয়েছ আহমেদ বলেন, ১৯৯৫ সালের প্রতিষ্ঠিত ’দেওয়ানবাজার সবুজ দল (এফসি)’র ঐতিহ্যে সমৃদ্ধ একটি ফুটবল দল। আশাকরি আগামীতেও ’দেওয়ানবাজার সবুজ দল (এফসি)’র খেলোয়াড়রা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হবেন। তাদের ব্যক্তিগত ও দলগত সাফল্যে আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত হবো ইনশাআল্লাহ ।