✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে ভারতীয় চিনিসহ আটক ২

জকিগঞ্জের কালীগঞ্জ বাজারের নিকট থেকে ১৩ বস্তা ভারতীয় চোরচালানের চিনিসহ ও একটি অটোরিকশা রিকশাসহ ২ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা-পুলিশ। 

রোববার (১৫ ডিসেম্বর) রাত অনুমান ১২টার দিকে জকিগঞ্জ থানার এসআই মহরম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩ বস্তা (৬৩৭ কেজি) ভারতীয় চিনি ও পরিবহণের কাজে ব্যবাহৃত একটি অটোরিকশা আটক করা হয়। তাছাড়া কানাইঘাটের জয়পদ গ্রামের ফারুক আহমদের ছেলে আবুল হোসেন সুমনসহ (২১) ২জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ১৩ বস্তা (৬৩৭ কেজি) ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৮২ হাজার ৮১০ টাকা এবং অটোরিকশার মূল্য ১ লাখ ৩০ হাজার ০০০ টাকা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্টিত করে বলেছেন এ ব্যাপারে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো