ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মাধ্যমিক স্তরের মেধাবৃত্তি পরীক্ষা গতকাল রবিবার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মত এ পরীক্ষায় মাধ্যমিক স্তরে জকিগঞ্জ-কানাইঘাটের ৬৯টি স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনির ১১৩৮ শিক্ষার্থী অংশ নেয়। ১৭ ডিম্বের প্রাথমিক স্তরের পরিক্ষা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে স্থানীয় জকিগঞ্জ স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ১০ কোটি টাকা স্থায়ী আমানতের মাধ্যেমে ট্রাস্টের কার্যক্রম শুরু হয়েছে। ট্রাস্ট জকিগঞ্জে একটি মান সম্মত কলেজ ও টেকনিকেল কলেজ স্থাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়ও প্রবাসী নেতা ফাহিম আল ইসহাক চৌধুরী গরীবদুস্থদের সাহায্যের পাশাপাশি বন্যাকবলিত ও নানা দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সব সময় দাড়িয়ে থাকে। সভায় সাংবাদিকদের পাশপাশি ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরী, জেলা শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, জকিগঞ্জের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার প্রমূখ।