✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দীর্ঘ ১২ বছর পর স্ব-পরিবারে দেশে ফিরলেন আব্দুল বাছিত বাদশা

দীর্ঘ ১২ বছর পরে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা। সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছালে আব্দুল বাছিত বাদশাকে ফুল দিয়ে বরণ করে নেন সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় এক প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা বলেন, স্বৈরাচার মুক্ত করতে ছাত্র-জনতা আন্দোলন করেছিলেন। যে কারণে ১২ বছর দেশে পরে ফিরতে পেরেছি। সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই জাতীয়তা দল অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ। তিনি বলেন, বিএনপির জাতীয় নেতা ‘নিখোঁজ’ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য আমাদের প্রাণ প্রিয় নেতা এম. ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় দ্রুত ফিরিয়ে দিতে অন্তরবর্তী সরকারের জোর দাবি জানান।

যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা সকাল সাড়ে ১০ সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছলে ফুল দিয়ে বরণ করে নেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, লন্ডন মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক নূরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নানু মিয়া, পৌর কৃষক দলের আহবায়ক নুর আলী, যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) সামছুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, আবুল হোসাইন তালুকদার, প্রগতি যুব সংঘ হরিকলসের সভাপতি আনছার মিয়া সাজ্জাদসহ বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত নিজ জন্মভূমি বিশ্বনাথে হরিকলস গ্রামের বাড়ীতে পৌঁছলে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীর সাথে কোশল বিনিময় করেন এবং দলীয় নেতাকর্মীর ভালবাসায় সিক্ত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান। 

এই সম্পর্কিত আরো