✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বড়লেখায় ভোটকেন্দ্রে হামলা

৬ বছর পর ১২ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের বড়লেখায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৩০ ডিসেম্বর) উপজেলার তালিমপুর ইউনিয়নের খুটাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন মিঠুর এজেন্টদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নৌকা প্রতীকে সিল মারা, বিএনপির এজেন্ট ও ভোটারদের পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ ভোটকেন্দ্রে তান্ডব চালানোর ঘটনার ৬ বছর পর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সঞ্জয় দাস সহ ১২ আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ নেতার নাম উল্লেখ ও আরো ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে সোমবার (৯ ডিসেম্বর) রাতে থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন উপজেলার তালিমপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল উদ্দিন। তিনি হাল্লা গ্রামের মাহমদ আলীর ছেলে।


মামলার অন্য আসামিরা হলেন যুবলীগ নেতা জামাল উদ্দিন (৩৭), অজিৎ দাস (৪০), কামাল উদ্দিন (৩৬), নূর হোসেন (৩৬), সায়মন আহমদ উজ্জ্বল (২৫), মনোরঞ্জন বিশ্বাস (৪০), রাসেল আহমদ (৩২), আফসাক আহমদ (২৬), চুনু মিয়া (৩৮)।


মামলা বিবরণে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাদীসহ বিএনপির সমর্থিত লোকজন ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে গণপ্রচারণাকালীন বিবাদীরা প্রাণনাশের হুমকি ধমকি দিয়েছিলেন। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সকাল ১১ টায় খুটাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর এজেন্ট থাকা সত্ত্বেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ক্যাডাররা দলীয় প্রভাবে দেশিয় অস্ত্র নিয়ে খুটাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রবেশ করে। অস্ত্রের মুখে তারা ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকায় সিল মারতে থাকে। ধানের শীষের এজেন্টরা প্রতিবাদ করায় বিবাদীরা বিএনপি নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন বিএনপি নেতা সুলেমান আহমদ, সফর উদ্দিন, সেবুল আহমদ, মামলার বাদি জয়নাল উদ্দিন প্রমুখ। আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ও পুলিশের ভয়ে আহতরা চিকিৎসা নিতে পারেননি। শাসক দলের মিথ্যা মামলায় তারা পালিয়ে বেড়ান।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, বিএনপি নেতা জয়নাল উদ্দিনের মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা বেলাল আহমদকে মঙ্গলবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো