✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


সিলেট পাসপোর্ট ও ভিসা অফিসে চোখ পড়ল জেলা প্রশাসনের। অনিয়ম ও দালালদের দৌরাত্ম ঠেকাতে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘবে পরিচালনা করা হলো ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা পৌনে ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সিলেট পাসপোর্ট অফিসে ভ্রামমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থিতা হাওলাদার।

তবে অভিযান পরিচালনায় গিয়ে বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালকের উপস্থিতি পাননি নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাকে না পেয়ে পরিচালকের পিএ রাহাত আহমদকে সঙ্গে নিয়ে পাসপোর্ট অফিস ঘুরে ঘুরে দেখেন, কিছু অসঙ্গতি দেখতে পেলে তা শুধরে নেবার নির্দেশ দেন পরিচালকের পিএকে। তাছাড়া পাসপোর্ট করতে আসা সেবা গ্রহীতাদের সাথে ও কথা বলেন।  


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থীতা হাওলাদারের বক্তব্য চাইলে, তিনি কোনোও মন্তব্য করতে রাজি হননি।

এই সম্পর্কিত আরো