সিলেট রেঞ্জে পুলিশের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেব নির্বাচিত হয়েছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম।আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় এ সম্মাননার আয়োজন করা হয়।
সিলেটের ডিআইজি মোহাম্মদ মুশফেকুর রহমান কাজের স্বীকৃতি স্বরূপ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা সনদ তুলে দেন।
জানা গেছে, ওসমানীনগর সার্কেলের তিন থানা (ওসমানীনগর, বিশ্বনাথ ও বালাগঞ্জ)আইনশৃঙ্খলা রক্ষা অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য আশরাফুজ্জামানকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য সবার কাছে আন্তরিক সহযোগিতা করি।