মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে নববর্ষ, ঈদ পুনর্মিলনী, শাহ ইয়াছিন-মফিজ উদ্দিন-হাবিবা কাইউম স্মৃতি স্মরণ সভা ও নববর্ষের প্রকাশনা আড্ডা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর ভাই ভাই রেস্টুরেন্টের পার্টি সেন্টারে আনন্দ আড্ডার আয়োজন করা হয়।
পর্যায়ক্রমিক আড্ডাপতির দায়িত্ব পালন করেন শুদ্ধপ্রাণ বাংলাদেশ এর সংগঠক প্রধান কবি শহীদ সাগ্নিক, কেন্দ্রিয় সদস্য চিত্তরঞ্জন দেবনাথ ও শমশেরনগর শাখার সভাপতি মো. মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন, শাহ ইয়াছিন ইউটিউব চ্যানেল এর চেয়ারম্যান কবি প্রভাষক জাহিদুল ইসলাম সানি, গণশিল্পী অমলেশ শর্মা, ডা. মৃগেন চক্রবর্তী, হাজি তোয়াহিদ মিয়া, জহিরউদ্দিন, কবি রূপক মোহিন, ম. মুমিনুর রহমান, মো. দেলওয়ার হোসেন, মদন প্রসাদ সাহা, মিজানুল হক স্বপন, কবি হোসেন জোবায়ের, ডা, শিব্বির আহমেদ, মো. লিটন আনোয়ার, কবি সুফিয়ান সৌরভ, মেহেদি হাসান, মহিউদ্দিন খান শাহান, আব্দুস শহীদ ও আব্দুল হাফিজ প্রমুখ।
আড্ডায় কবি শহীদ সাগ্নিক শপই এর সদ্য প্রকাশিত কাব্য পুস্তিকা (শপই মিয়ার ভাবগীতিকা ও সিলটি পদাবলি”' ও গীতিকবি মরহুম আনোয়ার ফকির এর 'নিশি রাতের ফুল’' কাব্য পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মো. হুমায়ুন রশিদ, হাজি মো. ইউসুফ আলী। সংগীত পরিবেশন করেন মাহমুদ ফকির, মদন বাউল, রহমান ভান্ডারী, মজম সরকার, আক্কল পির, নিজাম বাউল, মিজান সৈয়দ, সৈয়দ সায়েক, নাজমুল হোসেন ও শপই ফকির প্রমুখ। অনুষ্ঠানে মো. মোজাম্মেল হককে সভাপতি ও মো. নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে শুদ্ধপ্রাণ বাংলাদেশ এর শমশেরনগর শাখার ১১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।